Wednesday, 5 August 2015

কলকাতা গণ-হিন্দুহত্যা ১৯৪৬ পর্ব-২

কলকাতা গণ-হিন্দুহত্যা ১৯৪৬ পর্ব-২ প্রস্তুতিপর্ব ১৬ ই আগস্ট ১৯৪৬ আসার ১ সপ্তাহ আগে পুর্বপরিকল্পনা অনুযায়ী এটা দেখা গেল মুসলিমলীগ নির্দেশ দিচ্ছে মুসলিম ছাত্রাবাসগুলির আবাসিকরা ১৬ ই আগস্ট ১৯৪৬ কিভাবে আক্রমন করবে।কি করে তারা ছোরা,কেরোসিন তেল,মেথিলেটেড স্পিরিট ইত্যাদি পাবে। এবং কিভাবে তারা কৌশলগতস্থানে অবস্থান করে ট্রাম ও সাঁজোয়াগাড়িতে আগুন লাগাবে। হাবিব-উর-রহমান একজন লীগসদস্য,যিনি পরে কংগ্রেস সদস্য হন,তিনি এমন একটি নির্দেশ জনগনের মধ্যে প্রকাশ করেন, এমনি জাতীয়তাবাদী মুসলমান(পড়ুন মুসলিগবহির্ভূত)এবং কংগ্রেস সদস্যদের প্রয়োজনে নিশ্চিন্হ করার ব্যবস্থা নেয়ার সপক্ষে সওয়াল করেন। পাকিস্তান এ্যাম্বুলেন্স কর্পস.(যেন ১৬ ই আগস্ট ১৯৪৬ এর আগেই পাকিস্তান প্রতিষ্ঠা হয়ে গেছে) চালু হয়ে যায়,মনুমেন্টের,যেখানে ১৬ ই আগস্ট ১৯৪৬ জিহাদ র‌্যালী হবে, কাছে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপিত হয়। লীগ স্বেচ্ছাসেবকরা শহরের প্রধান হাসপাতালে মোতায়েন হয়।কেন?অবশ্যই ঘায়েল মুসলিমদের,যদি হয়,সহায়তা করতে।তাই দেখা যায় ১৬ই আগস্টের বহু আগেই, কলকাতায় ১৬ ই আগস্ট ১৯৪৬ গনহত্যা করার সব প্রস্তুতি বিস্তারিত নেয়া হয়ে ছিল। (ডঃ দীনেশচন্দ্র সিংহ লিখিত 1946: The Great Calcutta Killing and Noakhali Genocide এর বাংলা অনুবাদ) ....অনুলিখনে--জয় রাজ...

No comments:

Post a Comment