1946 এর কোলকাতা নরসংহারের সময় প্রতিবেশী মুসলমানরাই প্রতিবেশী হিন্দুদের উপর আক্রমন করেছিল | যেসব মুসলমানরা বহিরাগত ছিল তাদের হিন্দু জনবসতিতে ঢুকিয়েছিল পাশের বাড়ির একই বৃন্তের দ্বিতীয় কুসুমরাই | সরকারের রিপোর্ট অনুযায়ী ৪৬ এর নরসংহার হয়েছিল বহিরাগতদের দ্বারা | কিন্তু সেটি একটি মনগড়া চিত্রনাট্য ছাড়া আর কিছুই নয় | যারা আক্রমন করেছিল তারা সবাই আক্রান্তদের খুব কাছের লোক ছিল | অসহায় হিন্দুরা পরিচিত মুসলমানদের কাছে সাহায্য চাইলে তাদের প্রথমে ধর্মান্তরিত হয়ে মুসলমান হওয়ার প্রস্তাব দেয় হিন্দুদের সমাজতুতো ভাইয়েরা |
পঞ্চগ্রাম-এর লক্ষী মজুমদার বলেছেন "আমি যখন আমার প্রতিবেশী মুসলিমকে আমার প্রাণ বাঁচানোর জন্য অনুরোধ করি তখন সে আমাকে প্রথমেই মুসলিম হয়ে যেতে বলে | বলে আমি যদি এখনই মুসলিম হয়ে যাই তাহলেই আমি ও আমার পরিবার বেঁচে যাবে | মুসলমানদের এই ধর্মান্তকরণের কাজে প্রধান সাহায্যকারী ছিল তখনকার পুলিশ | আমাকে যখন ওরা ধর্ম পরিবর্তন করতে বলে তখন আমার বাড়িতেই পুলিশ সুপারিনটেনডেন্টউপস্থিত ছিলেন |"
প্রসঙ্গত বলে রাখি, লক্ষী মজুমদার ছিলেন পঞ্চগ্রাম-এর জমিদার |
ওনার রেকর্ডেড স্টেটমেন্টটি নিচে দেওয়া হলো : -
Statement of The Zamindar of Panchagaon, Babu Lakshmi Chandra Mazumdar :
===================================================
"On 12th morning I called in some leading Muslim gentlemen for help and advice, notably Gholam Kibria, Latu Mia of Bhaor, our Union Board President (U. No. 12), Nure Rahman (dismissed sub-inspector of police) and other people. They promised to save our life and property on conversion to Islam. Surrendering our guns and our agreeing to abide by their decision....I was told by a known Muslim to go to the nearby mosque with some other leading Hindu gentlemen like Chandra Kumar Mazumdar and others whom he named and told us that if we decided to save our life and property, we must not make delay in making up our mind but must go to the mosque to be converted. We went to the mosque as we had no alternative where we found several Muslims armed with weapons."
No comments:
Post a Comment