Thursday, 6 August 2015

আফগান হিন্দু ও শিখ

পোষ্টটি‬পুরুটা না পড়ে এড়িয়ে যাবেন না । বিশ্বের যে দেশেই যখন হিন্দুরা নির্যাতিত হয় তখন কোন তরুণকে প্রতিবাদ করতে বলা হলে সে বলে, "প্রতিবাদ করে কি হবে!"শেয়ার করে কি হবে?"কি লাভ? লাভ নাই!" এগুলো হেন তেন অযুহাত দেখিয়ে ভয়ে চুপসে থাকে!! কিন্তু আমরা এর উল্টো চিত্র দেখতে পাই আফগানিস্তানে।আফ গানিস্তানের তরুণ থেকে শুরু করে বৃদ্ধ হিন্দুরাও নিজ অধিকার আদায়ে লড়ে যাচ্ছে,এ অধিকার তাদের নিজ মাতৃভূমি আফগানিস্তানে নিজের অধিকার। ফাগিরচান্দ চান্দিহুক একজন ডাক্তার,কাবুল মেডিকেল বিশ্ববিদ্যালয়।একজন হিন্দু বীর যোদ্ধা ও আফগান হিন্দু ও শিখ সোসাইটির সদস্য।বয়সে বৃদ্ধ হলেও তাকে বয়স আটকে রাখতে পারেনি। হিন্দুদের অধিকার আদায়ে লড়ে যাচ্ছেন এই বীর। আফগানিস্তানে হিন্দুদের উপর চলে প্রতিনিয়ত অবহেলা ও আক্রমণ। আফগানিস্তানের হেমল্যান্ড প্রদেশে হিন্দুদের স্কুলে যেতে দেয়া হয় না! কাবুলে ঐতিহ্যবাহী হিন্দু মন্দির আশা মাই মন্দিরে,আশা মাই ওয়াট কাবুলের সেখানেই মন্দির উন্নয়ণে কোন কাজ হচ্ছে না, আফগানিস্তান জাতীয় সংসদের হিন্দু আইনপ্রণেতা ও সাংসদ আনারকলি কাউর হনারইয়ার বলেন,আফগানিস্তানে হিন্দু ও শিখদের জোর করে মাতৃভূমি ছাড়া করা হচ্ছে!একঘরে করে রাখা হয়েছে!জোর করে জমি দখল করা হচ্ছে,হিন্দু ও শিখদের জোর করে ধর্মান্তরও করা হচ্ছে!" এই অবস্থায় হিন্দু ও শিখদের প্রতিবাদ করা ছাড়া আর কোন পথ নেই। আফগানিস্তান একজন বলেন,এই আফগানিস্তান আমার মাতৃভূমি,আমার জন্মভূমি!তিন তিনটা বড় যুদ্ধেও এই দেশ ছাড়িনি!আর ভবিষ্যতেও ছাড়বো না।প্রাণ থাকতে এই আফগান ছাড়বো না। ‪#যদি‬মনে করেন কথাগুলি যথার্থই বলেছি তাহলে আশা করি শেয়ার করবেন ।

No comments:

Post a Comment