ভগবান সাকার না নিরাকার-১
কেউ কেউ গ্রহন করে ভগবানের সাকারত্বকে,ফলে তারা ভগবানের বিভিন্ন রূপের আরাধনা করে;আবার অন্যেরা মনে করে পরমব্রহ্ম মূলতঃ নিরাকার।যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন,তারা পরমব্রহ্মের সাকারত্বকে মানে না।যারা সাকার উপাসনা করে,তারা হয়তো পরমব্রহ্মের নিরাকারত্বকে গ্রহন করেনা।কিন্ত আচার্য্যরা শাস্ত্রভিত্তিতেপরমব্রহ্ম সম্পর্কে 2 প্রকার ধারনার সমন্বয় করেছেন।পরমব্রহ্মের 2প্রকার স্বরূপ আছে,সাকার ও নিরাকার।ভাগবতে পরমব্রহ্মের 3 প্রকার উপলব্ধির কথা বর্ণনা করা হয়েছে।ব্রহ্ম,পরমাত্মা ও ভগবান।
'ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দ্যতে'-আমরা এই শ্লোক আলোচনার মাধ্যমে পরমব্রহ্মের নিরাকার স্বরূপ সম্পর্কে জ্ঞান আহরণ করব।ব্রহ্ম,পরমাত্মা ও ভগবান-পরমব্রহ্মের এই 3স্বরূপ কে 3প্রকার সাধকেরা উপাসনা করে থাকেন।যারা ব্রহ্ম স্বরূপকে উপাসনা করেন তাদেরকে বলা হয় জ্ঞানী।যারা পরমাত্মা স্বরূপকে সাধনা করেন তাদেরকে বলা হয় যোগী,তারা ধ্যানযোগের মাধ্যমে পরমাত্মাকে হৃদয়ে উপলব্ধি করেন।যারা ভগবানের সচ্চিদানন্দ রূপকে উপাসনা করেন তাদেরকে বলা হয় ভক্ত।«চলবে..»
আরো জানতে LIKE our Page, http://m.facebook.com/profile.php?id=1633143613584040
No comments:
Post a Comment