Wednesday, 5 August 2015

'I came to kill Hindus, it's fun doing this,' says captured Pakistani terrorist Naved | Zee News

BSF আজ কাশীম ওরফে নাভিদ ওরফে উসমান নামক এই যবনের বাচ্চা জঙ্গিটাকে আটক করেছে। সন্দেহ, হারামি টা সন্ত্রাসবাদী সংগঠন লস্কর্-ই-তৈবার সদস্য। জিজ্ঞাসাবাদ কালে কাশীম ওরফে নাভিদ ওরফে উসমান বলে, "আমি এসেছি পাকিস্তান থেকে হিন্দু হত্যা করতে। হিন্দু মারতে আমার খুব আনন্দ লাগে।" আজমল কসাবের পর এই প্রথম আরেক জঙ্গিকে জীবিত ধরা হল। বিচার প্রক্রিয়া শেষে একেও আবার ফাসি দিতে গেলে এদেশের সেকু-কুত্তা / প্রেশ্যা / মোল্লারা চেঁচিয়ে উঠবে এই বলে যে, "মুসলমান বলে ওকে ফাঁসি দেওয়া হচ্ছে"। http://zeenews.india.com/news/india/i-came-to-kill-hindus-its-fun-doing-this-says-captured-pakistan-terrorist-naved_1642138.html

No comments:

Post a Comment