ঢাকা বিশ্ববিদ্যালয়ের'বিজয় ৭১' হল সব ধর্মের ছাত্রদের জন্য বরাদ্দ দেওয়ায় বিক্ষোভ করেছে মুসলিম(সহী নাকি অসহী?) ছাত্ররা।
--অসাম্প্রদায়িকবাংলাদেশের মুকুটে যুক্ত হলো আরও একটা অসাম্প্রদায়িকতার পালক!
প্রশ্ন;-
তোমরা মডরেটেরা, সুশীলেরা যারা বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা হলেই শান্তির বানী দাও,'গ্রামাঞ্চলের অশিক্ষিত লোকেরাই সাম্প্রদায়িকতা করে। ইন টোটালি বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ।'
তাদের মতামত জানতে মন চাই।
প্রস্তাবনা;-
ইয়াহিন খান কিংবা আইয়ুব খানের নামে কোন হল নির্মাণ করা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে এই ছাত্রদের রাখা যাবে?
No comments:
Post a Comment