Thursday, 6 August 2015

Did You Khow

আপনারা কি জানেন , বর্তমানে ভারতের কাছে 90 - 110 টি নিউক্লিয় বোমা আছে এবং পাকিস্থানের কাছে 100 - 120 টি নিউক্লিয় বোমা আছে ।কিন্তু , দুঃখের বিষয় হল ,পাকিদের সব বোমাই কিলোটনের ,,কিন্তু ভারতের কাছে 40 - 50 টি বোমা মেগাটনের বোমা রয়েছে ।তাই পাকিদের একটা বোমার পাওয়ার থেকে ভারতের বোমার পাওয়ার তিন - চার গুন বেশী । তাছারা ,পাকি জেনারেলরা ,কথায় কথায় ,ভয় পেয়ে ,নিউক্লিয় হামলার হুমকি দেয় ।কিন্তু গাধার দল কি জানে না ,,, ওদের এটম থেকে বাঁচার জন্য আমাদের PAD , AAD আছে ,,যা ওদের দেশের ভেতরেই ,ওদের ছোড়া নিউক্লিক বোম ধংস করে দেবে ।কিন্তু তারপর ,ভারত থেকে যখন ,ছবির মাল গুলি যাবে ,,সেগুলির থেকে টেরোরিস্ট ল্যান্ড পাককে কে বাঁচাবে ..

No comments:

Post a Comment