Saturday, 25 July 2015

এ দেশের মুসলমানরা আজও খাঁটি বাঙ্গালি হতে পারেনি

এ দেশের মুসলমানরা আজও খাঁটি বাঙ্গালি হতে পারেনি।না,শুধু এদেশ নয়,বাংলাদেশ,পশ্চিমবঙ্গ কিংবা পৃথিবীর কোন প্রন্তের মসলমান কখনো বাঙালি হতে পারে না।-যার কারণ এরা জলকে বলে পানি অথচ পানি হিন্দী ভাষা।জলখাবারকে বলে নাস্তা অথচ নাস্তা হিন্দী ভাষা।আবার লবণকে বলে নুন অথচ নুনও হিন্দী ভাষা। __এরপর ডিমকে বলে আন্ডা পায়রাকে বলে কবুতর পরিশ্রমকে বলে মেহনত আকাশী রংকে বলে ফিরোজা আকাশকে বলে আসমান অভিশাপকে বলে গজব নিমন্ত্রকে বলে দাওয়াত বন্ধুকে বলে দোস্ত ছুরিকে বলে চাকু খাবারকে বলে খানা কলসিকে বলে ঠেল্লা বিরক্তকে বলে পেরেশান গুড়কে বলে মিঠাই আয়কে বলে কামাই বৌদিকে বলে ভাবী অজ্ঞানকে বলে বেহুশ ইত্যাদি।...... _____________ অন্যদিকে আমরা হিন্দুরা কিন্তু হিন্দী ভাষা বলি না।আমরা জল,ডিম,অভিশাপ,নিমন্ত্রণ ও বৌদি এ রকম বাংলা ভাষা বলে থাকি।অতএব,হিন্দুরাই হচ্ছে খাঁটি বাঙ্গালি। __ কদিন আগে বাংলাদেশে বাংলা সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে তাই হাইকোর্ট মোবাইলে হিন্দী গানের রিংটোন নিষিদ্ধ করেছে!অথচ নিজেরাই 75% হিন্দী ও উর্দু ভাষা ব্যবহার করে যাচ্ছে তখন বাংলা সংস্কৃতি নষ্ট হয় না! আরে ভারতের পশ্চিমবঙ্গের মানুষও হিন্দী ব্যবহার করে না।তারা জলকে পানি আর অভিশাপকে গজব বলে না। অনেকদিন থেকেই এ বিষয়ে লিখব ভাবছিলাম।তা আজ একজন মসলমান আমাদের একটি পোস্টে ভারতীয় সেনাদের সাথে "শহীদ" শব্দ ব্যবহার করায় নাখোশ হয়ে বলেছেন শহীদ মসলমানের শব্দ।আচ্ছা ঠিক আছে তর্কের খাতিরে মেনে নিলাম শহীদ মসলমানের বাপের নামে পেটেন্ট করা।ঐ শহীদের বদলে হিন্দুরা 'অমর'শব্দটাও ব্যবহার করতে পারবে কিন্তু হিন্দুরা যদি এখন সূর্য,চন্দ্র,কার্তিক,জ্যোৎস্না,আগুন ইত্যাদি সব শব্দের উপর পেটেন্ট দাবি করে মসলমানদের তো তাহলে বোবা হয়ে যেতে হবে।কারন বাংলা ভাষার ৮০ ভাগ শব্দই হিন্দু ভাষা সংস্কৃতর। ‪#‎ RSS

No comments:

Post a Comment