ইসলাম অনুযায়ী নারীদের জন্যে বহু বিবাহ নিষিদ্ধ, বিবাহ পুর্ব বা বিবাহ বহির্ভুত যৌন সম্পর্ক নিষিদ্ধ, স্বামীর গায়ে হাত তোলা নিষিদ্ধ, যদিও এই সব গুলোই পুরুষের জন্য নিষিদ্ধ নয় (Quran 4:3, 23:1-11, 4:34) ! একজন পুরুষ নারীর দিগুন সম্পত্তির পাবে (Quran 4:11) এবং কোর্টে সাক্ষ্য গ্রহনের ক্ষেত্রে দুইজন নারী একজন পুরুষের সমান বলে বিবেচিত হবে (Quran 2:282) !......তাহলে মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ কিভাবে দাবি করে যে ইসলামে নারী ও পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে এবং ইসলামে নারীদের অনেক সম্মান দেওয়া হয়েছে? আপনাদের কি মনে হয় না যে..এটা একটা বড় ধরনের অন্যায়/মিথ্যাচার ? আপনাদের কি মনে হয় না যে এতে নারীকে অসম্মান হয়েছে ? ........আসলে সত্যি কথা কেউ সহ্য করতে পারে না | আর তাই তো তসলিমা নাসরিন এই কথাটাই বলেছিলেন বলেই বাংলাদেশের মোল্লারা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে.. ....এমনকি সেকু কুকুর গুলো ভারতের পশ্চিমবঙ্গেও তসলিম নাসরিন কে আশ্রয় দিতে সাহস পায়নি.. ..কেননা তাহলে পেছনে মোল্লারা গাল ফোলাবে !!!!!!!
No comments:
Post a Comment