Saturday, 25 July 2015

গোধরাকাণ্ডে অভিযুক্ত গ্রেফতার মধ্যপ্রদেশে

গ্রেফতার ২০০২-এর গোধরাকাণ্ডের এক অভিযুক্ত।গোধরায় ২০০২-এ সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত হুসেন সুলেমান মোহনকে মধ্যপ্রদেশের ঝাবুয়া এলাকা থেকে ধরেছে গোধরা অপরাধ দমন শাখা (লোকাল ক্রাইম ব্রাঞ্চ বা এলসিবি)। গোধরা এলসিবির পুলিশ ইনসপেক্টর ডি জে চাভদা জানিয়েছেন, ২০০২-এর ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত সুলেমান। কিছুদিন হল ঝাবুয়ায় এসে থাকছিল। পরিচয় লুকোতে অটো চালাতেও শুরু করে সে। গোপন সূত্রে এ খবর পেয়ে তদন্ত শুরু করে এলসিবি। পুলিশ সূত্রে খবর, ধৃত সুলেমানকে বিশেষ তদন্তকারী দল(সিট)-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এই নিয়ে গত এক সপ্তাহে সবরমতী এক্সপ্রেস হামলার ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করল গোধরা এলসিবি। গত ১৬ জুলাই গোধরা টাউন থেকে অভিযুক্ত কবির আব্দুল গনিকে গ্রেফতার করে সিট-এর হাতে তুলে দেওয়া হয়। ~ via abp annada

No comments:

Post a Comment