Saturday, 25 July 2015

মহাভারতের কিছু গুরুত্বপূর্ণ বাণী-

. ১."যে বস্তু সহজেই লাভ করা যায়, সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না"- ‪#‎ বিদুর‬. ২."চরিত্রের পরিক্ষা তখনই হয়, যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয়"- ‪#‎ ভীষ্ম‬. ৩."জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলেরপ্রয়োজন" - ‪#‎ শকুনি‬. ৪."সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুতকরে সে ঠিকই পার হয়ে যায়" - ‪#‎ শ্রীকৃষ্ণ‬. ৫."যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু যে ব্যাক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে" - #শ্রীকৃষ্ণ . ৬."সুগন্ধ, দুরগন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না" - # শকুনি . ৭."যেভাবে বৃক্ষের মূল বৃক্ষকে খাদ্য যোগায়, সেভাবে মানুষের গর্ব মানুষকে শক্তি যোগায়" - #শকুনি . ৮."পরিস্থিতিকে যদি নিজের অনূকুলে না আনতে পারো, তবে তাকে শত্রুর প্রতিকুল বানিয়ে ফেলো" - #শকুনি . ৯."যারা শত্রুর শত্রু হয়, তাদের সাথে বন্ধুত্ব করতে হয়" - #শকুনি - শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন।

No comments:

Post a Comment