ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এবার নয় ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মেরেছ। নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্থানীয় সূত্র জানিয়েছে, রাজধানী বাগদাদের ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাব আল -তাউফ শহরের মধ্যাঞ্চলে আইএসআইএলের কিশোর সদস্যরা গতকাল (বুধবার) এসব ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে। সরকারি বাহিনীর সঙ্গে কথিত সহযোগিতা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদেরকে হত্যা করা হয়েছে বলে আরবি ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল ‘আল-সুমারিয়া’ জানিয়েছে। এর আগে একই দিনে আইএসআইএল মসুলের এক সাংবাদিকের মৃত্যুদণ্ডও কার্যকর করেছে বলে ইরাকের সংবাদ মাধ্যম জানিয়েছে। তাকফিরি সন্ত্রাসীরা সাংবাদিক জালা আদনানকে ইদুল ফিতরের ছুটির সময় হত্যা করেছে বলে মুসলে অবস্থিত ইরাকি-কুরদিস্তান সাংবাদিক ইউনিয়নের প্রধান আকরাম সুলাইমান জানিয়েছেন। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের হাতে ২০১৪ সালের ১০ জুন মসুল শহরের পতন হওয়ার পর সর্বশেষ এই হত্যাকাণ্ড নিয়ে এ পর্যন্ত ১০ জন সাংবাদিককে হত্যা করেছে সন্ত্রাসীরা। http://eibela.com/article /%E0%A6%95%E0%A6%BF %E0%A6%B6%E0%A7%8B %E0%A6%B0-%E0%A6%86 %E0%A6%87%E0%A6%8F %E0%A6%B8-%E0%A6%9C %E0%A7%80%E0%A6%AC %E0%A6%A8%E0%A7%8D %E0%A6%A4-%E0%A6%AA %E0%A7%81%E0%A7%9C %E0%A6%BF%E0%A7%9F %E0%A7%87-%E0%A6%AE %E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B2-%E0%A7%AF- %E0%A6%AC%E0%A7%8D %E0%A6%AF%E0%A6%95 %E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%BF%E0%A6%95 %E0%A7%87
No comments:
Post a Comment