Saturday, 25 July 2015

From Murshidabad Dist. WB :

ঈদ উপলক্ষে তিন দিন ছুটির দাবীকে কেন্দ্র করে স্কুলের ছাত্রদের মধ্যে বচসা৷ তা থেকে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পরল সালার থানার টিঁয়া-তে৷ পুলিশের সাথে খন্ডযুদ্ধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে RAF নামাতে বাধ্য হয়েছে জেলা পুলিশ৷ বেশ কয়েকটি পুলিশ গাড়ী ভাঙচুরের খবর পাওয়া গেছে৷ ২৪ জন হিন্দু গ্রেফতার, এলাকার পুরুষরা পুলিশি অত্যাচারে ঘরছাড়া, প্রায় ১২ টি হিন্দু পরিবার গ্রামছাড়া৷ টিঁয়া শান্তিসুধা দাস উচ্চমাধ্যমিক স্কুল৷ অসমর্থিত সূত্রে প্রাপ্ত খবর, মুসলিম ছাত্ররা দাবী করে যে রমজান মাসে স্কুলের আট পিরিয়ড ক্লাস কমিয়ে ছয় পিরিয়ডে আনতে হবে, নামাজ পড়ার জন্য একটা আলাদা ঘর দিতে হবে৷ স্কুল কর্তৃপক্ষ তাদের দাবী মেনে নেয়৷ এর পরে তারা দাবী করে যে ঈদ উপলক্ষে তিন দিন ছুটি দিতে হবে৷ প্রধান শিক্ষক এই দাবী না মানায় স্কুলের মুসলিম ছাত্ররা তাদের লেখা মাস পিটিসনে সব ছাত্রকে দিয়ে সই করাতে শুরু করে৷ স্কুলের হিন্দু ছাত্ররা তাতে সই করতে সম্মত না হওয়ায় ঝামেলা শুরু হয়৷ গত ১৫ই জুলাই স্কুলের হিন্দু ছাত্রদের শায়েস্তা করার জন্য কয়েকজন মুসলিম ছাত্র অস্ত্রশস্ত্র নিয়ে স্কুলে আসে এবং মারামারি শুরু হয়৷ সঙ্ঘর্ষ নিয়ন্ত্রণে আনতে না পেরে স্কুলের প্রধান শিক্ষক সালার থানায় ফোন করেন৷ ইতিমধ্যে খবর পেয়ে হিন্দু ছাত্রদের অভিভাবকরা এবং এলাকার সাধারণ মানুষ স্কুলের বাইরে জমতে শুরু করেছে৷ থানা থেকে পুলিশ এসে অপরাধীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার পরিবর্তে উপস্থিত জনতার উপরে লাঠিচার্জ করতে শুরু করে৷ এতে ক্ষিপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে৷ পুলিশের বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর হয়েছে বলে খবর পাওয়া গেছে৷ বিক্ষোভ সামাল দেওয়ার জন্য বহরমপুর থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়৷ এরপর RAF এর বিশাল বাহিনী এসে জনতার উপরে ঝাপিয়ে পড়ে৷ হিন্দুদের বাড়ি বাড়ি ঢুকে শুরু হয় তান্ডব৷ তাদের হাত থেকে মহিলারাও রেহাই পায় নি বলে স্থানীয় মানুষের বক্তব্য৷ এখনও পর্যন্ত ২৪ জন হিন্দুকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে৷ আজকেও টিঁয়া স্টেশন চত্তরে সাম্প্রদায়িক সঙ্ঘর্ষের খবর পাওয়া গেছে৷ প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে স্টেশন এলাকায়৷!!! ..... ঝড়ু রায় ....

No comments:

Post a Comment